Site icon Jamuna Television

নিখোঁজের ৪ দিন পর ধর্মযাজক রোজারিও উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার।

পুলিশ সদরদপ্তর ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উইলিয়াম রোজারিওকে উদ্ধার করে। তিনি শ্যামলী পরিবহনের একটি বাসে করে দক্ষিণ সুরমা উপজেলা থেকে অন্য কোথাও যাচ্ছিলেন।

উল্লেখ্য, বনপাড়ার একটি প্রেসে বড়দিন উপলক্ষে বিশেষ সংকলন প্রকাশের জন্য কিছু কাজ শেষে ফাদার উইলিয়াম রোজারিও গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে জোনাইল ধর্মপল্লীর উদ্দেশ্যে রওনা দেয়ার পর নিখোঁজ হন। এই ঘটনায় জোনাইল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত পিউরিফিকেশন মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Exit mobile version