Site icon Jamuna Television

ফার্মগেটে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ চার যাত্রী আহত

রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার যাত্রী আহত হয়েছে। এই ঘটনায় আহত সিএনজি চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০ টার দিকে ফার্মগেটের তেজগাঁও থানার সড়কের অপর পাশে মিরপুরগামী ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামে একটি বাস পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ির সামনে থাকা আরও দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এসময় সিএনজি অটোরিকশার চালক ও শিশসহ চার যাত্রী আহত হন।

ঘটনার পর গুরুতর অবস্থায় সিএনজি চালককে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। যাত্রীদের একজনকে পঙ্গু হাসপাতালে ও অপর দুইজনকে নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাসসহ একজনকে আটক করেছে পুলিশ।

Exit mobile version