
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষিদ্ধ ঘোষিতদের তালিকায় রয়েছেন মিয়ানমারের কমান্ডার-ইন-চিফ মিন অং লাইং এবং তার সহযোগী সোয়ে উইন।
জানা গেছে, রাখাইনের সংঘাতপ্রবণ ইন দিন গ্রামে ২০১৭ সালে নিরস্ত্র রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ চালানো সেনাদের সম্প্রতি মুক্তির নির্দেশ দিয়েছেন অং লাইং।
নিষিদ্ধ অন্যান্যদের মধ্যে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল থান উ এবং অং অং, আর তাদের পরিবারের সদস্যরা। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার থাকছে না তাদের।
মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিশ্চিত করেন এ তথ্য।
চরম মানবাধিকার লঙ্ঘনের পরও দোষীদের জবাবদিহিতার আওতায় না আনায় ইয়াঙ্গুনকে সতর্ক করেন পম্পেও। তিনি বলেন, হত্যাযজ্ঞের খবর প্রকাশ করায় দুই সাংবাদিককে দেড় বছর আটকে রাখলেও অপরাধীদের দ্রুত মুক্তি দেয়ায় প্রশ্নবিদ্ধ মিয়ানমার বিচার ব্যবস্থা ও সরকারের স্বচ্ছতা।



Leave a reply