Site icon Jamuna Television

টেকনাফে বিজিবি’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। দাবি করা হচ্ছে, নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী।
বিজিবির ভাষ্য, ইয়াবার হাতবদল হচ্ছে এমন খবরে শিকলগাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ইয়াবা কারবারীরা। আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলি ছুঁড়লে যশোরের জাবেদ মিয়া ও চাঁদপুরের আসমাউল সওদাগর গুলিবিদ্ধ হন।
হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন তিন বিজিবি সদস্যও।

Exit mobile version