Site icon Jamuna Television

বেনাপোলে ২ কেজি স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ২ কেজি স্বর্ণসহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সঞ্জীব বার্মা এবং নসরুল হক। তাদের বাড়ি ভারতে বলে নিশ্চিত করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টম হাউসের শুল্ক ও গোয়েন্দা বিভাগ ২ কেজি স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। শুল্ক গোয়েদারা জানান, আটককৃত ওই ভারতীয় নাগরিকরা ছিলেন পাসপোর্টধারী। তারা বিশেষ কায়দায় শরীরের অভ্যন্তরে স্বর্ণগুলো লুকিয়ে রেখেছিলেন। দুইজনের কাছে ১০ পিস করে ২০ পিস স্বর্ণের বার পাওয়া গেছে, যার ওজন ২ কেজি।

Exit mobile version