Site icon Jamuna Television

শিক্ষিত জাতির পাশাপাশি মেধার চর্চাও অত্যন্ত প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে হলে, শিক্ষিত জাতির পাশাপাশি মেধার চর্চাও অত্যন্ত প্রয়োজন। সকালে গণভবনে সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৯ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের মেধাবীদের পুরস্কার বিতরণ করে একথা বলেন তিনি।

বেলা সাড়ে ১০টার কিছু পরে, গণভবনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ তৈরি করার উদ্দেশ্যেই ২০১৩ সাল থেকে এই আয়োজন করা হয়। তিনটি গ্রুপ ও চারটি বিষয়ে সারাদেশের মোট ১২ জনকে জাতীয় পর্যায়ে চূড়ান্ত মেধাবী হিসেবে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়; জাতিকে এগিয়ে নিতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। সরকার পরিকল্পিতভাবে শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সরকার প্রধান।

তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম যাতে স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সেভাবেই কাজ করছে সরকার৷

Exit mobile version