Site icon Jamuna Television

পারস্য উপসাগরে তৃতীয় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

পারস্য উপসাগরে এবার তৃতীয় যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিল যুক্তরাজ্য।

জিব্রাল্টার প্রণালিতে ব্রিটিশ নৌবাহিনী একটি ইরানি তেল ট্যাংকার আটক করার পর তেহরানের সঙ্গে লন্ডনের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হয়। খবর স্কাই নিউজের।

আগামী সেপ্টেম্বর মাসে পারস্য উপসাগরে ‘এইচএমএস কেন্ট’ যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে বলে স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তাদের দাবি, কৌশলগত ওই অঞ্চলে নিরাপত্তা রক্ষার কাজে অংশগ্রহণ ধরে রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পারস্য উপসাগরীয় অঞ্চলে বর্তমানে ‘এইচএমএস মন্ট্রোস’ নামে তাদের যে যুদ্ধজাহাজটি রয়েছে, সেটিকে মেরামতের জন্য ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এর পরিবর্তে ‘এইচএমএস ডানকান’ নামে একটি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। আগামী সপ্তাহে ডানকান পারস্য উপসাগরে প্রবেশ করবে বলে জানানো হয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে জিব্রাল্টার প্রণালি থেকে ব্রিটেন একটি ইরানি সুপার তেল ট্যাংকার আটক করার পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়ে যায় এবং একই সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করে ব্রিটেন।

Exit mobile version