Site icon Jamuna Television

অকৃতকার্য হওয়া মানেই জীবন শেষ নয়: দীপু মনি

অকৃতকার্য হওয়া মানেই জীবন শেষ এটা ভাবার কারণ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা কৃতকার্য হতে পরেনি তাদের হতাশ হওয়ার কিছু নেই। আগামীতে তারা সফল হবে।

সন্তানদের অসুস্থ প্রতিযোগিতায় না ফেলে, তাদের ভাল মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তাগিদ দেন তাদের মাঝে মূল্যবোধ গড়ে তোলার।

দীপু মনি বলেন, সব সূচকে ফল ভাল হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রচেষ্টায় পাসের হার বেড়েছে, যা ইতিবাচক। সহজ ও কঠিন মিলিয়ে সব ধরণের শিক্ষার্থীদের উপযোগী করেই প্রশ্ন করা হয় বলেও জানান শিক্ষামন্ত্রী।

Exit mobile version