Site icon Jamuna Television

হরমুজে আমিরাতের তেল ট্যাংকার নিয়ে ইরানের উদ্বেগ

হরমুজ প্রণালিতে আরব আমিরাতের একটি তেল ট্যাংকারের রহস্যজনক উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান।

ইরানের দাবি, তিন দিন আগে জাহাজটি হরমুজ প্রণালিতে ঢুকে এটির লোকেশন ট্রান্সমিশন বন্ধ করে বসেছিল। খবর এপির।

পরে রিয়া নামে পানামার তৈরি ওই জাহাজটি ইরান আটক করেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য আসেনি।

জাহাজটি নিখোঁজ হওয়ার আগে এটির সর্বশেষ অবস্থান দেখা গেছে ইরানের জলসীমায়। আমিরাতের এ জাহাজ নিয়ে পারস্য উপসাগরে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুনমাত্রা পেয়েছে।

জাহাজটি সাধারণত দুবাই ও শারজার মধ্যে চলাচল করত।

Exit mobile version