Site icon Jamuna Television

দেশজুড়ে ২৫ থেকে ৩১ জুলাই মশক নিধন অভিযানের নির্দেশ

দেশজুড়ে ২৫ থেকে ৩১ জুলাই মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন স্থাণীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (১৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে এ কথা বলেন তাজুল ইসলাম।

তিনি বলেন, এডিস মশা নির্মুলের উদ্দেশ্য সচেতনতা শুরু হয়েছে। এছাড়া মশা মারার ওষুধ কাজ করে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বসাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে মশা নিধনে ওষুধগুলো ব্যবহার করা হয়। তাই এসব ওষুধ পরিবর্তন করতে হলে তাদের অনুমতি নিতে হবে বলেও জানান তিনি।

তবে এসব ওষুধ পরিবর্তনে নমুনা পরীক্ষা করা চলছে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী। এসময় তিনি বলেন, পৌরসভাগুলো যদি আয় করে নিজেদের ব্যয় মেটাতে না পারলে পৌরসভায় থাকবে না।

Exit mobile version