Site icon Jamuna Television

আপনাদের করুণ অবস্থা উপলব্ধি করতে পারি: রোহিঙ্গাদের প্রতি পোপ

পোপ ফ্রান্সিস আজ বিকালে ঢাকায় রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন। নারী-শিশুসহ ১৬ সদস্যের এই প্রতিনিধি দলের সবার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের কথা শোনেছেন খ্রিষ্টান ধর্মগুরু।

এসময় তিনি রোহিঙ্গা উদ্ভাস্তুদের উদ্দেশে বলেন, আপনাদের অবস্থা খুবই করুণ তা উপলব্ধি করতে পারি। আপনাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।

এর আগে রমনা ক্যাথিড্রালে এক সর্বধর্ম সভায় বক্তব্যে দেন পোপ। এসময় তিনি বলেন, উন্মুক্ত হৃদয়ে ভালোর পথে সকলকে এগিয়ে আসতে হবে। উদ্বাস্তুদের আশ্রয় দান, সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং সমাজে দুর্বলদের প্রতি যত্নবান হওয়ারও পরামর্শ দেন তিনি।

ধর্মীয় সম্প্রতি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসা করে পোপ বলেন, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশ যে কারো কাছে অনুকরণীয় হতে পারে।

Exit mobile version