Site icon Jamuna Television

সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি।

দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বিপদ সীমার ওপরে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জামালপুর বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি উপচে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন জনপদ। জামালপুরের মাদারগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত ৩০ টি গ্রাম। জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫৯টিই বন্যা কবলিত। পানিবন্দি চার লাখেরও বেশি মানুষ। রেল লাইনে পানি ওঠায় বন্ধ জামালপুর-সরিষাবাড়ি হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত ট্রেন চলাচল।

দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ধীরে ধীরে পানি নামছে মধ্যাঞ্চলেও।

Exit mobile version