Site icon Jamuna Television

উত্তরায় বাড়ির ভেতরে মিলল যুবকের লাশ

রাজধানীর উত্তরায় বাড়ির ভেতরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টরের ১ নাম্বার রোডে দুই বাড়ির মাঝখানের ফাঁকাস্থান থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, খবর পেয়ে উত্তরা ৫ নম্বর সেক্টরের ১ নাম্বার রোডে দুই বাড়ির মাঝখানের ফাঁকাস্থান থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের দুটি পা ভাঙা, বয়স ৪০-৪৫ হবে।

ধারণা করা হচ্ছে, ওপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।

Exit mobile version