Site icon Jamuna Television

মাদক সম্রাট এল চ্যাপো গুজম্যানের যাবজ্জীবন

মেক্সিকোর আলোচিত মাদক সম্রাট এল চ্যাপো গুজম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

হত্যা, মাদক ও অর্থপাচার মামলায় গুজম্যানকে এই সাজা দেয়া হয়। এর পাশাপাশি অস্ত্র মামলায় অতিরিক্ত ৩০ বছরের কারাদণ্ড ঘোষণা করেন নিউইয়র্কের ফেডারেল আদালত। এছাড়া প্রায় ১৩শ’ কোটি ডলার জরিমানাও গুনতে হবে তাকে। গেল ফেব্রুয়ারিতে ওই আদালতে ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত হন ৬২ বছর বয়সী গুজম্যান। ২০১৫ সালে মেক্সিকোর সুরক্ষিত কারাগার থেকে টানেল খুঁড়ে পালান এই কুখ্যাত মাদক সম্রাট। পরে আবার ধরা পড়েন। ২০১৭ সালে গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

Exit mobile version