Site icon Jamuna Television

মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

মেহেরপুর প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার মুক্তি ও খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ সকাল সাড়ে ৯ টার দিকে শহরের বোস পাড়াস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। পাশাপাশি আগামী ২৫ জুলাই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

Exit mobile version