Site icon Jamuna Television

সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১০ জনের স্বজনদের ১ কোটি টাকা ক্ষতি পূরণ দেয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটি দায়ের করা হয়।

আগামী রোববার এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। গত সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহিকোলা এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদরের ছেলে রাজন উল্লাপাড়ার এনায়েতপুরের মেয়ে সুমাইয়াকে বিয়ে করে বাড়ি ফিরছিলেন। পথে সলপ রেলস্টেশনের পাশের অরক্ষিত রেলেগেটে আসতেই ধাক্কা দেয় পদ্মা এক্সপ্রেস। ট্রেন মাইক্রোবাসটিকে টেনে নিয়ে যায় অন্তত এক কিলোমিটার পথ। ঘটনাস্থলেই প্রাণ যায় ৯ জনের। পরে হাসপাতালে মারা যায় আরও একজন।

Exit mobile version