Site icon Jamuna Television

শিক্ষিকাকে শ্লীলতাহানি অভিযোগে অধ্যক্ষের ১০ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় মাসুদ রুমী ডিগ্রী কলেজের এক শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় একই কলেজের অধ্যক্ষ সেলিম চৌধুরীকে ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকার অর্থ দণ্ড দিয়েছেন আদালত। আজ সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান আদালতে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম চৌধুরী ওরফে সজল চৌধুরী (৪৫) কুষ্টিয়া শহরের আহম্মেদ লেন আদর্শ কলেজ মোড় এলাকার চৌধুরী আব্দুল আলীর ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ মার্চ মাসুদ রুমী ডিগ্রী কলেজের একটি কক্ষে একই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা করে অধ্যক্ষ সেলিম চৌধুরী। এই ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ২০১৪ সালের ১৩ আগষ্ট আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানিন্তে আদালত আজ এই রায় ঘোষনা করেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি(নারী ও শিশু) আকরাম হোসেন দুলাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version