Site icon Jamuna Television

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদের

এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। আর নতুন চেয়ারম্যান জিএম কাদের বললেন, চেয়ারম্যান হিসেবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো হবে তার প্রথম পদক্ষেপ।

পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের দাফন সম্পন্নের পর প্রথম সংবাদ সম্মেলন করলো দলটি। শুরুতেই জিএম কাদেরকে চেয়ারম্যান করার ঘোষণা দেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। পরে জি এম কাদের বলেন, এরশাদ ছিলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সুদক্ষ ব্যবস্থাপক। তার প্রেরণায় বন্যার্তদের পাশে দাড়াতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

পল্লিবন্ধুকে রংপুরে দাফন কিংবা এ বিষয়ে দলে কোনো বিভেদ নেই বলেও দাবি করেন তিনি। এছাড়া সংসদে বিরোধীদলীয় নেতা কে হবেন তা পরে জানানো হবে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

Exit mobile version