Site icon Jamuna Television

‘হটলাইন কমান্ডো’ নিয়ে আসছে সোহেল তাজ

‘হটলাইন কমান্ডো’ নামক নতুন টিভি শো নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, সোহেল তাজ। রাজধানীর একটি হোটেল সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বাস্থ্যসহ নানা সামাজিক অবক্ষয় ও সেসবের সমাধান থাকবে তাঁর লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শোতে।

সোহেল তাজ জানান, ‘হটলাইন কমাণ্ডো’ টিম নিয়ে দেশের বিভিন্ন স্থানের নানা শ্রেনি পেশার মানুষের দড়জায় কড়া নাড়বেন। জানবেন, জীবন যাপনের ধরণ, স্বাস্থ্যগত সমস্যা, বাসস্থান আর কর্মসংস্থানসহ নানা ইস্যুতে সোচ্চার থাকবেন তিনি। প্রশ্নোত্তর পর্বে, সাংবাদিকরা জানতে চান, রাজনীতিতি সংক্রিয় হবেন কিনা? এমন প্রশ্নের কৌশলি জবাব দেন সাবেক এ প্রতিমন্ত্রী। তিনি জানান, সব সময়ই আওয়ামী লীগের সঙ্গে আছেন তিনি।

Exit mobile version