Site icon Jamuna Television

ধর্ষণ ও হত্যা মামলার বিচার ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

নারী ও শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ধর্ষণ মামলা পরিচালনার ক্ষেত্রে ৭টি নির্দেশনা দিয়েছেন আদালত।

দুপুরে বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

আদালত বলেন, নির্দেশনায় নারী ও শিশুদের ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষীদের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতে একটি মনিটরিং কমিটি গঠন করতে হবে। নির্ধারিত তারিখে সাক্ষীকে আদালতে উপস্থিত করতে ব্যর্থ হলে মনিটরিং কমিটিকে জবাবদিহি করতে হবে। মামলার শুনানি শুরুর পর শেষ না হওয়া পর্যন্ত একটানা মামলা পরিচালনা করতে হবে। নির্দেশনা বাস্তবায়নে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।

Exit mobile version