Site icon Jamuna Television

জিপিএ ৫ পেতেই হবে এমন চিন্তা থেকে বেরিয়ে আসুন: নসরুল হামিদ

নিজের সন্তানকে পরীক্ষায় জিপিএ ৫ পেতেই হবে। এমন চিন্তা ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ঢাকা জেলা পরিষদ আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, সন্তানরা যে বিষয়ে পড়তে আগ্রহী, তাকে সে বিষয়ে পড়তে দেওয়া উচিত। চাপিয়ে দিয়ে ডাক্তারী বা ইঞ্জিনিয়ারিং পড়ানো উচিত নয়।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হতে হবে। কারণ দেশ গড়তে আদর্শ মানুষ প্রয়োজন।

Exit mobile version