Site icon Jamuna Television

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আজও ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সব গেট বন্ধ করে বিক্ষোভ করে তারা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের যানবাহন প্রবেশ করতে দেয়নি তারা।

আন্দোলনকারীরা জানান, অধিভুক্তির কারণে সাত কলেজের শিক্ষার্থীরা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি ঢাবি শিক্ষার্থীদেরও এর চরম মূল্য দিতে হচ্ছে। অধিভুক্তি বাতিল করলে বিশ্ববিদ্যালয়ের সেশনজটও কমবে বলে আশা করেন শিক্ষার্থীরা। এবং বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে, মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

Exit mobile version