Site icon Jamuna Television

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে যমুনা গ্রুপের অভিনন্দন

জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গোলাম মোহাম্মদ কাদের এমপিকে অভিনন্দন জানিয়েছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ।

বৃহস্পতিবার রাত ৮টায় গোলাম মোহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে তাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় যমুনা গ্রুপের পরিচালক এসএম আবদুল ওয়াদুদ এবং দৈনিক যুগান্তরের সিটি এডিটর বিএম জাহাঙ্গীর যমুনা গ্রুপের পক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুলের তোড়া তুলে দেন।

জাতীয় পার্টির সাফল্য কামনার পাশাপাশি আবদুল ওয়াদুদ আশা প্রকাশ করেন, জিএম কাদেরের বলিষ্ঠ নেতৃত্বে দেশ এবং জাতীর বৃহত্তর উন্নয়নে জাতীয় পার্টি আরও অনেক বেশি কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যমুনা গ্রুপের শুভ কামনা করেন।

Exit mobile version