Site icon Jamuna Television

জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করল আইসিসি

আর্ন্তজাতিক ক্রিকেট সংস্থা আইসিসি তাঁর পূর্ণ সদস্য দেশ জিম্বাবুয়ের পদ স্থগিত করেছে। আইসিসি’র সংবিধান লঙ্ঘন করে দেশটির সরকার ক্রিকেট বোর্ডে অযাচিত হস্তক্ষেপ করায় এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। লন্ডনে আইসিসি’র বোর্ড সভায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়া হয়।

দেশটির সরকার জুন মাসে বোর্ডের পর্ষদকে বহিষ্কার করে। এরপর থেকে দেশটির ওপর কড়া নজর রাখে আইসিসি। এরফলে, আইসিসি’র আর্থিক সহায়তা বন্ধ হয়ে গেলো সঙ্কটে থাকা দেশটির জন্য এবং আইসিসি’র কোন ইভেন্টেও অংশ নিতে পারবে না দেশটির জাতীয় ও বয়সভিত্তিক কোন দল। তবে, আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিলে এবং নির্বাচিত কমিটি বোর্ডের দায়িত্ব নিলে, অক্টোবরের বোর্ড মিটিংয়ে স্থগিতাদেশ তুলে নেয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে আইসিসি। তবে, এই স্থগিতাদেশের কারণে অক্টোবরে তাদের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেয়া অনিশ্চিত হয়ে গেলো।

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহার জানিয়েছেন, ক্রিকেটকে রাজনৈতিক হাতিয়ার বানানোর চক্রান্ত থেকে রক্ষা করতে এই স্থগিতাদেশের বিকল্প ছিল না।

Exit mobile version