Site icon Jamuna Television

আফগানিস্তানে তালেবান হামলায় ১২ জনের প্রাণহানি

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। বৃহস্পতিবার (১৮ জুলাই) পুলিশ সদর দফতরের বাইরে দু’দফা গাড়ি বোমা বিস্ফোরণে আরও ৮০ জন আহত।

পুলিশ প্রধান তারিন খান জানান, স্থানীয় সময় দুপুর নাগাদ চালানো হয় ভয়াবহ হামলা।

প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপরেই এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। তাদের ঠেকাতে পাল্টা অভিযান চালায় পুলিশ সদস্যরা। কিন্তু কয়েকজন জঙ্গি সদর দফতরের ভেতরে ঢোকে। সেখানেও চালায় ধ্বংসযজ্ঞ।

তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর মাদক বিরোধী বিভাগ ছিলো তাদের মূল টার্গেট।

এদিকে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদের মাঝে অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকরা।

দেশটির ক্ষমতায় থাকাকালে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের শক্ত ঘাঁটি ছিলো কান্দাহার।

Exit mobile version