Site icon Jamuna Television

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

????????????????????????

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে সীমা খাতুন নামে দেড় বছরের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার সকালে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ওয়ার্ডের খাওনারদরগা গ্রামের ভাটিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাদেক মিয়ার কন্যা।

উলিপুর ৮নং ওয়ার্ডের কমিশনার সোহরাব হোসেন জানান, সকালে শিশুটির বাবা ঘরে গুমাচ্ছিল। তার মা শিশুটিকে বাইরে রেখে কাজে ব্যস্ত থাকার কোন এক ফাঁকে জলাবদ্ধ পানিতে পরে সে মারা যায়।

এনিয়ে গত দশদিনে কুড়িগ্রামে একজন প্রতিবন্ধী শিশুসহ পানিতে ডুবে মারা গেল ১৫জন। এরমধ্যে উলিপুরেই ৯ জনের মৃত্যু ঘটল।

Exit mobile version