Site icon Jamuna Television

ঝিনাইদহে চাচাতো ভাইদের দ্বারা শিশু ধর্ষিত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে তার আপন দুই চাচাতো ভাই। এরপরই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে ধর্ষকের পরিবার। তবে শিশুটির মা এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন। একইসাথে ঐ দুই ধর্ষকের বিচারের দাবিতে এলাকাবাসীও মানববন্ধন করে।

এঘটনায় বৃহস্পতিবার রাতে শৈলকূপা থানায় একটি মামলাও দায়ের করেন ভুক্তভোগী ঐ শিশুর পিতা।

শিশুটির পিতা জানান, বৃহস্পতিবার দুপুরে ঐ শিশুকে আইসক্রীম খাওয়ানোর লোভ দেখিয়ে গ্রামের মাঠে নিয়ে নির্যাতন চালায় ওই গ্রামের বিল্লাল জোয়ার্দ্দারের ছেলে বিপ্লব (১৬) ও সবুজ (১৫) নামের দুই যুবক। পরে মেয়েটিকে না পেয়ে খোঁজা-খুজি শুরু করে তারা। এক পর্যায়ে তাকে গ্রামের মাঠে পাওয়া যায়। মেয়েটি বাড়িতে এতে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, গত ১৫ দিন আগে বিপ্লব ও একই গ্রামের জাহিদুল জোয়ার্দ্দারের ছেলে সবুজ তাকে নির্যাতন করে। কয়েকদিন ধরে মেয়েটির রক্তক্ষরণ হলে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসাও করিয়েছেন তিনি।

শিশুটির মা জানান, আমরা গরিব মানুষ। টাকা না থাকার কারণে আমরা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। পরে বৃহস্পতিবার ওই ঘটনা আবার ঘটলে আমরা বুঝতে পারি। মেয়েটিকে চাকু দিয়ে হত্যার ভয় দেখানোর কারণে সে কিছু বলেনি। আমরা এর দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

এ ব্যাপারে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Exit mobile version