Site icon Jamuna Television

অনুশীলনের সময় ইনজুরি, শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে পড়লেন মাশরাফী

অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি এতটাই গুরুতর যে শ্রীলঙ্কা সফরেই যাওয়া হচ্ছে না টাইগার অধিনায়কের। তার জায়গায় শ্রীলঙ্কা সফরে অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল।

শুক্রবার মিরপুরে ছিলো টাইগারদের শেষ অনুশীলন। ঐ সময় পুরোনো ইনজুরিতে আবারো অনুশীলন ছেড়ে বেরিয়ে যেতে হয় মাশরাফিকে।

পরে চিকিৎসক নিশ্চিত করেন লংকা সফরে যাচ্ছেন না মাশরাফী। বিশ্রামে থাকতে হবে প্রায় তিন সপ্তাহ। তাই শ্রীলঙ্কা সফরে তার জায়গায় দলে যোগ হয়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা।

এদিকে ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। তাই দলে ঢাকা হয়েছে পেইসার তাসকিন আহিমেদকে।

সাকিব, লিটনের পর ইনজুরির কারণে মাশরাফি আর সাইফুদ্দিনকে ছাড়াই লংকা সফরে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে টাইগারদের জন্য। কাল শনিবারই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

সিরিজ শুরুর আগে ২৩ জুলাই কলম্বোয় একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগার বাহিনী। ২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।

Exit mobile version