Site icon Jamuna Television

ফেল করায় বরগুনায় কলেজ ছাত্রের আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরগুনা পৌর শহরের চরকোলনী এলাকায় রাসেল নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে রাসেল তার নিজের ঘরে আত্মহত্যা করেন।

বরগুনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালেকের ছেলে রাসেল এ বছর বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। গত ১৭ জুলাই প্রকাশিত ফলাফলে তিনি অকৃতকার্য হয়। এ কারণে আত্মহত্যা করে বলে রাসেলের বাবা মালেক জানায়। রাসেল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করতো।

এ ব্যপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, মৃত রাসেলের মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version