Site icon Jamuna Television

মার্কিন মুদ্রা বয়কটের আহ্বান হামাসের

মার্কিন মুদ্রা ডলার বয়কটের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির প্রভাবশালী নেতা মূসা আবু মারজুক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

তিনি বিশ্বের অন্য সব দেশকে উদ্দেশ করে বলেন, আপনারা সবাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন মুদ্রা ব্যবহার বন্ধ করুন। এর ফলে মার্কিন অর্থনীতি দুর্বল হয়ে পড়বে।

বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির বিরুদ্ধে অন্যায় পদক্ষেপের প্রতিবাদে এটা করা উচিত বলে জানান আবু মারজুক। হামাস নেতা আরও বলেন, মার্কিন সরকার আট কোটি ইরানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা পুরোপুরি বেআইনি। কারণ কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো দেশের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের অধিকার রাখে।

গত বছরের ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে অন্যায়ভাবে বেরিয়ে গিয়ে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন।

Exit mobile version