Site icon Jamuna Television

রাজধানীতে শিশুচোর সন্দেহে গণপিটুনিতে নারী নিহত

রাজধানীর উত্তর বাড্ডায় শিশুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন, এক নারী। সকাল ৯টার দিকে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম তাসলিমা বেগম। তার বাড়ী লক্ষীপুরের রায়পুরায়।

বাড্ডা থানার এস আই গোলাম মোস্তাফা জানান, শিশুচোর সন্দেহে এক নারীকে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ওই নারী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত নারীর পরিচয় জানার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

Exit mobile version