Site icon Jamuna Television

আওয়ামী লীগের সাথে প্রিয়া সাহার কোন সর্ম্পক নেই: ওবায়দুল কাদের

প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ অসত্য, অগ্রহণযোগ্য। দেশের কেউই এই বক্তব্য সাথে একমত হবেন না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে ধামন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যারা এমন দেশদ্রোহী বক্তব্য দেয় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের সাথে প্রিয়া সাহার কোন সর্ম্পক নেই।

তিনি জানান, বন্যা দুর্গতদের সহায়তায় আওয়ামী লীগের ৬টি টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু করেছে ৩টি টিম।

Exit mobile version