Site icon Jamuna Television

বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধার

বরিশাল ব্যুরো

বরিশালে এমভি সুরভী-৮ নামে একটি যাত্রীবাহী লঞ্চের স্টাফ কেবিন থেকে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশের ধারনা, আখি আক্তার নামে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত আখি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অ্যাপেয়ারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার কর্মী। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরে।

বরিশাল মহানগর পুলিশের ওসি নূরুল ইসলাম জানান, গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে সুরভী-৮ লঞ্চে ওঠেন আখি। এসময় তার সঙ্গে এক যুবকও ছিলেন। লঞ্চে দায়িত্বরত লস্করদের জন্য বরাদ্দ একটি স্টাফ কেবিন ভাড়া নেয় তারা। সকালে লঞ্চটি বরিশালঘাটে পৌঁছলে স্টাফরা গিয়ে আখিকে মৃত অবস্থায় দেখতে পায়। তবে তার সাথে থাকা যুবককে পাওয়া যায়নি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে।

এদিকে, আখির লাশ সনাক্ত করেছে তার স্বজনরা।

পুলিশ আরও জানায়, লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে আখির সাথে থাকা যুবকের পরিচয় খোঁজা হচ্ছে।

Exit mobile version