Site icon Jamuna Television

ইউএনও নিজেই বানভাসি !

ময়মনসিংহ ব্যুরো:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরেও পৌঁছে গেছে বন্যার পানি। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন দফতর বন্যার পানির নিচে তলিয়ে গেছে। ডুবে গেছে কৃষি অফিস, ভূমি অফিস, মৎস কর্মকর্তার কার্যালয় সহ অন্যান্য কর্মকর্তার অফিস।

পানি প্রবেশ করেছে দেওয়ানগঞ্জ হাসপাতালেও। এতে করে চরম দুর্ভোগে পরেছে উপজেলা সদরের মানুষ। এরমধ্যে উপজেলায় ত্রাণ কার্যক্রম নিয়েও ক্ষুদ্ধ বন্যাদুর্গত এলাকার মানুষ।

ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় প্রশাসনের কাউকে পাশে পাচ্ছেনা তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, পানি উঠায় তিনি বর্তমানে পাবলিক লাইব্রেরি ভবনে অস্থায়ী কার্যালয় স্থাপন করেছেন। এসময় উপজেলার বন্যার তথ্য জানতে চাইলে জেলার কন্ট্রোলরুমে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

Exit mobile version