Site icon Jamuna Television

মধ্যরাতে ঘুম থেকে উঠে গায়ে আগুন লাগিয়ে দিলেন, ঘটনাস্থলেই মৃত্যু

পাবনা প্রতিনিধি

পাবনা চাটমোহরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন শারমিন আক্তার নামের এক স্বামী পরিত্যক্তা নারী। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সুত্রে জানা গেছে, বনিবনা না হওয়ায় দেড় বছর আগে শারমিনকে তালাক দেন তার স্বামী। এরপর বাবার বাড়িতে থেকে লেখাপড়া করতেন শারমিন। শুক্রবার রাতে খাবার পর তারা ঘরে ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে বাড়ির পাশে আমগাছের নিচে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নেন শারমিন আক্তার।

চিৎকারে পরিবারের লোকজন আগুন নেভানোর অনেক চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শারমিনের।

খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আর স্বজনদের দাবি, শারমিনের মানসিক সমস্যা ছিল। তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই বলতে পারেননি তারা।

Exit mobile version