Site icon Jamuna Television

সিলিন্ডার বিস্ফোরণ: পুড়ে ছাই ১৯টি বাড়ি ও দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে বাসাবাড়িসহ ১৯টি দোকানঘর পুড়ে গেছে। শনিবার বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে একটি চা দোকানের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে হাজিরপাড়া বাজারে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন অভিরামের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বাসাবাড়িতে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতে স্থানীয়রাও সহযোগিতা করেন। দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজিরপাড়া বাজারের প্রতিমা বস্ত্রালয়, জাবেদ স্টোর (মুদি দোকান), নুর ইলেক্ট্রিক, দ্বীপ অটো মেশিনারীজ এন্ড হার্ডওয়্যার, কিরণ সাহার মিষ্টি দোকান, অভিরামের চা দোকান, প্রদীপ ও মানিকের ২টি সেলুনসহ ৭টি দোকান এবং নুর আলমের কুটিরশিল্প, জাবেদ ও বাবুলের ২টি মুদি মালামালের গুদাম, মাহফুজের ক্রোকারীজ সামগ্রীসহ ৮টি গুদামঘর। এছাড়াও ৪টি বাসাবাড়ি আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Exit mobile version