Site icon Jamuna Television

আসামে ভয়াবহ রূপ নিচ্ছে মস্তিষ্কে সংক্রমণ

ভারতের আসামে বন্যার পানি কমতে শুরু করলেও, মহামারী আকার ধারণ করেছে মস্তিষ্কে সংক্রমণ জনিত রোগ- এনসিফ্যালিটিস। সাড়ে তিন মাসে রোগটিতে প্রাণ গেছে ৩শ’র বেশি মানুষের। এছাড়া বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বাড়িঘর ভেসে যাওয়ায় বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। জায়গার সংকট, বিশুদ্ধ পানি-খাবার ও ওষুধের অভাব আর অস্বাস্থ্যকর পরিবেশের ফলে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি।

একদিকে বন্যার ধ্বংসযজ্ঞ, অন্যদিকে হাসপাতালগুলোতে রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। চার হাজার গ্রামে এখনও পানিবন্দি ৫০ লাখ মানুষ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত মোরিগাওঁ জেলার কিছু এলাকা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানকার বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছাতে পারেনি স্বাস্থ্যকর্মীরা।

এদিকে সংরক্ষিত কাজিরাঙা অভয়ারণ্যের ৬০ শতাংশ এলাকা এখনও পানির নিচে। মারা গেছে দেড়শ’র বেশি প্রাণী।

Exit mobile version