Site icon Jamuna Television

ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগাল

ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের মধ্যাঞ্চল। অন্তত তিন জায়গায় পৃথকভাবে জ্বলছে আগুন; নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এক হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী।

রাজধানী লিসবন থেকে দেড়শ’ মাইল দূরের ক্যাস্তেলো ব্রাঙ্কোতে শনিবার লাগে এ আগুন। এখন পর্যন্ত আট ফায়ার সার্ভিস কর্মীসহ নয়জন দগ্ধ হয়েছে।

শুষ্ক বাতাসের কারণে আগুন দ্রুতগতিতে বেড়ে চলেছে।

পূর্বসতর্কতা হিসেবে একটি গ্রাম থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। উদ্ধারকাজে যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরাও।

চলতি মৌসুমে এটাই পর্তুগালে প্রথম বড় কোনো দাবানল। ২০১৭ সালে দেশটিতে ভয়াবহ দাবানলে প্রাণ যায় শতাধিক মানুষের।

Exit mobile version