Site icon Jamuna Television

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিত রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত, দু’দিনের শোক ঘোষণা

আজ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে প্রবীণ ভারতীয় রাজনীতিবিদ ও দিল্লির তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিতকে। তার মৃত্যুতে দু’দিনের শোক ঘোষণা করেছে দিল্লি রাজ্য সরকার।

৮১ বছর বয়সে, দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুলাই) মৃত্যু হয় তার। ভুগছিলেন নানা বার্ধক্যজনিত জটিলতায়।

১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১৫ বছর দিল্লি শাসন করেন এই কংগ্রেস নেত্রী। দায়িত্ব পালন করেন দক্ষিণের রাজ্য কেরালার গভর্নর এবং দিল্লি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবেও।

স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে পা রাখেন শিলা দিক্ষিত; প্রথমবার এমপি হন ১৯৮৪ সালে। চলতি বছর ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নর্থ ইস্ট দিল্লি আসনে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন তিনি; যদিও জেতেননি।

শিলা দিক্ষিতের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া ও রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ অনেকে।

Exit mobile version