Site icon Jamuna Television

প্রাক-মৌসুম ম্যাচে হেরেছে রিয়াল মাদ্রিদ, বড় জয় আর্সেনালের

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ হার দিয়ে শুরু করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। হিউজটনে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরেছে জিনেদিন জিদান শিষ্যরা। এদিকে, আরেক ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। নর্থ ক্যারোলাইনাতে ফিওরেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে গানারার।

প্রি সেশন ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মোট ২২ জন ফুটবলার মাঠে নামে। তবুও এদিন গ্যারেথ বেলকে সুযোগ দেননি জিদান। প্রথমার্ধে সেরা একাদশ বাছাই করলেও দ্বিতীয়ার্ধে খেলিয়েছেন তরুণ ফুটবলারদের। কম যায়নি বায়ার্ন মিউনিখ কোচও। পরখ করে নিয়েছেন দলের ২১ ফুটবলারকে।

পরখ করে নেয়ার ম্যাচে অবশ্য করেন্টিন টলিসোর গোলে এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয় গোলটি আসে অভিজ্ঞ লেভানদভস্কির পা থেকে ম্যাচের ৬৭ মিনিটে। আর ২ মিনিট পরে বায়ার্নের হয়ে তৃতীয় গোল করেন সারজে গনাব্রি।

ম্যাচের ৮৪ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেছেন রদ্রিগো। অবশ্য এর তিন মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বায়ার্নের স্ভেন আলরিচ।

আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে আর্সেনাল। প্রি সেশন ম্যাচ হওয়ায় দুই দলই একাদশের সব ফুটবলারকে পরিবর্তন করে খেলিয়েছে।

আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন ইংর‍্যান্ডের ২০ বছর বয়সি ফরোয়ার্ড এডওয়ার্ড এনকাতিয়ার। আর তৃতীয় গোলটি এসেছে আরেক ইংল্যান্ড ফিডফিল্ডার জোসেপ উইলেকের পা থেকে।

তরুণদের আধিপত্যের ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

Exit mobile version