Site icon Jamuna Television

ইথিওপিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৭ জনের প্রাণহানি

ইথিওপিয়ায় আঞ্চলিক গোষ্ঠীর সাথে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় প্রাণ গেছে ১৭ জনের। শনিবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা বিভাগ।

স্থানীয়দের দাবি, অভিযানের নামে সিদামা গোষ্ঠীর ওপর এলোপাতাড়ি গুলি চালায় সেনা সদস্যরা। তবে হাভাসা শহরে স্থানীয়দের সংঘাত দমনে চালানো হয় অভিযান, দাবি নিরাপত্তা বাহিনীর।

দীর্ঘদিন ধরেই দেশটির দক্ষিণাঞ্চলে স্বায়ত্ত্বশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সিদামা সহ আরও কয়েকটি আঞ্চলিক গোষ্ঠী। ফলে প্রায় নিয়মিতই হতাহতের ঘটনা ঘটে জাতিগত সংঘাতে।

সম্প্রতি বিভিন্ন গোষ্ঠীর আন্দোলন দমনে আরও কঠোর হয়েছে সরকার।

Exit mobile version