Site icon Jamuna Television

নোয়াখালীতে মাদক মামলার আসামিকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক মামলার এক আসামিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার উপজেলার চরকাঁকড়া ইউপির ২নং ওয়ার্ডের শহীদ সিদ্দিক উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম কিবরিয়া মিন্টু (৩৩), চরকাঁকড়া ইউপির ২নং ওয়ার্ডের ইমান আলী চৌকিদার বাড়ির ইসমাইল’র ছেলে।

জানা যায়, নিহত মিন্টু মাদক মামলাসহ মোট ছয়টি মামলার আসামি। গত ১৫ দিন আগে সে জেলখানা থেকে জামিনে মুক্তি পায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী মিন্টু গণপিটুনিতে নিহত হয়েছেন।

জানা যায়, শনিবার রাতে মিন্টুকে গণপিটুনি দিয়ে মুমূর্ষু অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরে পুলিশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় মাইজদী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

Exit mobile version