Site icon Jamuna Television

ঈশ্বরদীর পদ্মা নদী থেকে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদী থেকে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নদীর পৃথক দুটি স্থানে স্থানীয়রা লাশ দুটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, রোববার দুপুরে ঈশ্বরদী থানার লক্ষিকুন্ডা ইউনিয়নের পদ্মার বিলকেদা ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুটির মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিলো। একই থানার সাড়া ইউনিয়নের পদ্মার মাজদিয়া এলাকার ইসলামপাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় ৩৮ বছর বয়সী একজনের মাথাবিহীন লাশ।

লাশ দুটি পচে এমন অবস্থা হয়েছে যে তাদেরকে চিনবার মতো কোন উপায় নেই বলে জানায় পুলিশ। পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই।

Exit mobile version