Site icon Jamuna Television

পদ্মায় গোসলে নেমে স্বামী স্ত্রী নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে পদ্মা নদীর দৌলতদিয়া ঘাটে গোসলে নেমে এক দম্পতি নিখোজ হয়েছেন। নিখোঁজরা হলেন, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার সিদ্দিক কাজী পাড়ার আদিম শেখের মেয়ে আঞ্জুআরা ও তার স্বামী ইমন। ইমন খুলনার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার দুপুর ১ টার দিকে দৌলতদিয়া ৪ নং ফেরী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাদের কে উদ্ধারে পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে ফায়ার সাভিস কর্মীরা।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান জানান, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার আত্মীয় বাড়ী বেড়াতে এসে পদ্মা নদীর ৪ ও ৫ নং ফেরিঘাটের মাঝে গোসল করতে গিয়ে তারা নিঁখোজ হয় এমন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়েছে।তবে স্টেশনে ডুবরী দল না থাকায় ঢাকার থেকে ডুবরী দলকে সংবাদ প্রেরণ করলে তারা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তীব্র স্রোতের টানে তারা ভেসে গিয়েছে বলে তাদের বেঁচে থাকার সম্ভাবনাও খুব কম।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version