Site icon Jamuna Television

শাহজালালে যাত্রীর পায়ুপথে ১ হাজার ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় এক লাখ টাকাসহ সাইফুল (২৮) ও মোছাম্মদ মুন্নি (২৭) নামে দুজন আটক করা হয়েছে।

রোববার রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আর্মড পুলিশ তাদের আটক করে।

সাইফুল কক্সবাজারের রামু থানার রামু কলগড় গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে। মুন্নি ভোলার সদর থানার ছোট চর সামাইয়া গ্রামের লিটনের স্ত্রী।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিকাল সাড়ে ৫টার দিকে সাইফুল ও মুন্নিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তার পায়ুপথ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মুন্নির কাছে পাওয়া যায় ৯৬ হাজার ৯০০ টাকা।

জিজ্ঞাসাবাদে মুন্নি স্বীকার করেছে, মাদক কেনার জন্য সে এই টাকা নিয়ে এসেছিল। সে মিরপুরের মনিপুরের মাইকওয়ালা মসজিদের পেছনে বারেক মোল্লার মোড়ের একটি বাসায় ভাড়া থাকে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, দুজনের বিরুদ্ধে রাতে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

Exit mobile version