Site icon Jamuna Television

শ্রীনগরে ছেলের বটির কোপে বাবা খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন এক ছেলের বটির কোপে খুন হয়েছেন বাবা।

সোমবার সকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ার দূর্গাবাড়ী এলাকায় এঘটনা ঘটে। নিহত শাহেদ আলী (৬০) ঢাকায় ভাংগারী ব্যবসা করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে জাহিদ হাসান (২৭) কে আটক করেছে।

স্থানীয়রা জানায়, জাহিদ হাসান বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছিল। শাহেদ আলী প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পরে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্নাঘরে স্ত্রীর কাছে ছেলেকে ঔষধ খাওয়ানের কথা বলে উঠানে আসতেই ছেলে জাহিদ হাসান তাকে বটি দিয়ে গলায় কোপ দেয়। এসময় শাহেদ আলীর রক্তে উঠান ভেসে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।

শাহেদ আলীর ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে জাহিদ হাসান বড়।

Exit mobile version