Site icon Jamuna Television

তেল ট্যাংকার ছেড়ে দেয়ায় সৌদিকে ধন্যবাদ জানালো ইরান

জেদ্দা বন্দরে আটক একটি ইরানি তেলের ট্যাংকার ছেড়ে দেয়ায় সৌদি আরবকে ধন্যবাদ জানাল তেহরান।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভির বরাত দিয়ে জানায়, হেপিনেস-১ নামে তেল ট্যাংকারটি ছেড়ে দেয় সৌদি আরব।

এ বছরের মে মাসে যান্ত্রিক ত্রুটির কারণে সাগরে বিকল হয়ে পড়লে ট্যাংকারটিকে জেদ্দা বন্দরে নোঙর করা হয়। পরে এটির মেরামত খরচ নিয়ে জুলাইয়ের শুরু থেকে দুদেশের মধ্যে দেনদরবার শুরু হয়। অবশেষে সব হিসাব চুকিয়ে দিলে শনিবার ছেড়ে দেয়া হয় জাহাজটি।

Exit mobile version