Site icon Jamuna Television

স্ত্রী-পুত্রকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

মাগুরা প্রতিনিধি
মাগুরায় স্ত্রী-পুত্র কে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।
মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী বৌ বাজার এলাকায় একটি বাড়ি থেকে পুলিশ ঘাতক স্বামী বিট্টু মজুমদার (২৬) কে আহত অবস্থায় এবং তার স্ত্রী নিহত পূর্ন বিশ্বাস (২০) এবং শিশু পুত্র মানব মজুমদার (০১) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে।

মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকায় হাজী রশিদ নামের একজনের বাড়ি দরজা ভেঙ্গে ভাড়াটিয়া বিট্টু মজুমদার (২৬) কে আহত এবং তার স্ত্রী সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে, পারিবারিক কলহের কারণে রাতের কোন এক সময় স্ত্রী সন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যার পর বিট্টু মজুমদার নিজের গলায় পোচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আহত বিট্টুকে পুলিশ হেফাজতে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পারনান্দুয়ালী বৌ বাজার এলাকার কাঠমিস্ত্রি নির্মল মজুমদারের পুত্র।

Exit mobile version