Site icon Jamuna Television

প্রিয়া সাহার বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করায় প্রিয়া সাহার বক্তব্যর প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার নিজ এলাকার পিরোজপুরের নাজিরপুর উপজেলার জনগণ। আজ সোমবার বেলা ১১ টায় নাজিরপুর উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য দিয়েছে প্রিয়া সাহা। প্রিয়া সাহা নিজ স্বার্থ হাসিলের জন্য বিদেশীদের কাছে দেশ বিরোধী মিথ্যা তথ্য দিয়েছে। নাজিরপুরে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে সহবস্থান করছে। এখানে কোন হিন্দু নির্যাতন বা গুমের ঘটনা নেই।

বক্তারা আরো বলেন, প্রিয়া সাহা যে মিথ্যাচার করেছে তা রাষ্ট্রবিরোধী । এ কারণে প্রিয়া সাহাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দাবি করেন তারা।

এ সময় বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাবের সভাপতি হৃদয় খান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Exit mobile version