Site icon Jamuna Television

কারেন্ট জাল জব্দ, ৫ জনকে জরিমানা

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী কর্তৃক বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ
গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী স্টেশান পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন সময়ে মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর ব্রিজের পঞ্চাসার এলাকার তিনটি কারখানা থেকে ১ কোটি ৪৮ লক্ষ ১০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ২৯,৬২,০০,০০০/০০ (টাকা উনত্রিশ কোটি বাষট্টি লক্ষ) মাত্র।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Exit mobile version